Bangla
2 months ago
মিজোরামে ২,২১৭ বাংলাদেশি শরণার্থী অবস্থান করছে: রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের মিজোরামে বর্তমানে ২ হাজার ২১৭ জন বাংলাদেশি শরণার্থী অবস্থান করছেন বলে দাবি করেছেন রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা।
তিনি বলেন, মিজোরামে অবস্থান করা মোট ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থীর মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার, ৫ হাজার ৬৩৩ জন মণিপুর এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশ থেকে এসেছেন।
এরা সবাই নিজ নিজ এলাকায় রাজনৈতিক অস্থিরতার কারণে মিজোরামে আশ্রয় নিয়েছেন। মণিপুরের শরণার্থীদের ফিরিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
মিয়ানমার এবং বাংলাদেশি শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে কোনো তথ্য দেননি মন্ত্রী, তবে শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া