Bangla
3 days ago
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ধাপে ধাপে মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।