প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
ওই দুজন হলেন- রোমান ব্যপারী ও আবীর হোসেন। আলোচিত এ হত্যাকাণ্ডে এ নিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে নয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে ‘সম্পৃক্ত’ নতুন দুজনকে গ্রেপ্তারের কথা বলেন তিনি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, মামলাটির এজাহারভুক্ত ১৯ জন আসামির মধ্যে নয়জন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।