প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রকাশ্যে মাথায় আঘাত করে হত্যা ও মরদেহের ওপর নৃত্য করা সভ্যতাকে লজ্জায় ফেলে দিয়েছে। তিনি একে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ বলে উল্লেখ করেন।
পরওয়ার জানান, বিভিন্ন সংবাদে উঠে এসেছে, চকবাজার থানা যুবদলের কয়েক নেতা চাঁদার টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় সন্ত্রাসীদের বেপরোয়া হয়ে ওঠা দেশের জন্য অশনি সংকেত।
জামায়াত নেতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি নিহতের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।