Bangla
2 days ago

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের দাবি

মঙ্গলবার সারাদেশে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতার ও বিচার দাবিতে ২৯ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিচার বিভাগ ধ্বংসের জন্য এবিএম খায়রুল হক প্রধান দায়ী। তাকে এখনো বিচারের আওতায় আনা হয়নি। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, দলীয় স্বার্থে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে এবং অনেক দলবাজ ও দুর্নীতিবাজ বিচারক এখনো বহাল রয়েছেন।

বিচার বিভাগে দলীয় প্রভাব ও ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও গাজী কামরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন