প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০:৩০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।
এদিকে, জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে "স্বাধীনতা পুরস্কার ২০২৫" প্রদানের জন্য মনোনীত করেছে।
মনোনীত ব্যক্তিরা হলেন:
বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর)
সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর
তরুণ আন্দোলনকর্মী হিসেবে অবদানের জন্য আবরার ফাহাদ (মরণোত্তর)
এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পূর্বে প্রদত্ত মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.