Bangla
2 months ago

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০:৩০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।

এদিকে, জাতীয় পর্যায়ে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার সাতজন বিশিষ্ট ব্যক্তিকে "স্বাধীনতা পুরস্কার ২০২৫" প্রদানের জন্য মনোনীত করেছে।

মনোনীত ব্যক্তিরা হলেন:

বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর)
সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর
তরুণ আন্দোলনকর্মী হিসেবে অবদানের জন্য আবরার ফাহাদ (মরণোত্তর) 

এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পূর্বে প্রদত্ত মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করেছে। 

শেয়ার করুন