Bangla
6 days ago

মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যহতি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে দায়িত্ব পালনে অবহেলার কারণে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন ৯ জুলাই বুধবার স্বাক্ষরিত এক পত্রে (স্বারক নং: পনি/পিএ-১০৭৭) এ নির্দেশনা প্রদান করেন।

পত্রে বলা হয়েছে, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের জন্য উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. ছবীর আহম্মেদকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কে পালন করবেন সে মর্মে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেননি এবং কাউকে দায়িত্বভারও অর্পণ করেননি, যা পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালনে অবহেলার শামিল।

এই কারণে পরীক্ষাকেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোনো শিক্ষককে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

saifulpress24@yahoo.com 

শেয়ার করুন