Bangla
2 days ago

মোরেলগঞ্জে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন উদযাপন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একসাথে ৫০ জন শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ। তিনি শিশুদের সঙ্গে কেক কাটেন এবং প্রত্যেক শিশুর মাঝে খাতা ও কলম বিতরণ করেন।

ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের আওতায় বর্তমানে প্রায় ১৫০০ অসচ্ছল পরিবারের শিশু নিবন্ধিত রয়েছে। তাদের মধ্য থেকে ৫০ জন শিশুর জন্মদিন একসাথে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।এ ছাড়া ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, মিলিতা সরকার, শিশুদের অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন