Bangla
4 days ago

শহীদ মাহফুজের কবরে শ্রদ্ধা, জামায়াত ও বিএনপির বিশাল কর্মসূচি

মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও রাজনৈতিক শক্তিগুলোর শক্তি প্রদর্শন উঠে আসে।

সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ২০১৯ সালের ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত শহীদ মাহফুজের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানা ওসি মো. মতলুবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদ মাহফুজসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

জামায়াতে ইসলামীর গণমিছিল ও মহাসমাবেশ

উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে সকালে মোরেলগঞ্জে একটি বিশাল গণমিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

"৩৬ জুলাই (৫ আগস্ট) এর চেতনা বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠন"—এই লক্ষ্যকে সামনে রেখে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে নৌপথ ও সড়কপথে কাপুড়িয়াপট্টিতে জমায়েত হন।

সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা শাহাদাৎ হোসাইন, মাস্টার মনিরুজ্জামান, ছাত্রশিবির নেতা নওশাদ মাহফুজসহ আরও অনেকে।

বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে র‍্যালি সহকারে নেতাকর্মীরা মোরেলগঞ্জ পুরাতন মাছবাজার সংলগ্ন সোনালী ব্যাংকের মোড়ে এসে জমায়েত হন।

বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "জুলাই গনঅভ্যুত্থানে নিহত ছাত্রদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। ন্যায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। 

saifulpress24@yahoo.com

শেয়ার করুন