
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাগেরহাটের মোরেলগঞ্জে এক সেনা সদস্যের বাড়িতে জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে দুর্বৃত্তরা। এতে ওই সেনা সদস্যের বৃদ্ধ মাতা মাহমুদা বেগম (৫৫) ও ভাই রাজিব আহসান (২৫) আহত হন। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে বাবুয়ান গ্রামে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বাবুয়ান গ্রামের মৃত হায়দার আলী হাওলাদারের ছেলে সেনা সদস্য মাসুম বিল্লাহর বসতবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে একই গ্রামের প্রতিবেশী মো. শহিদুল ইসলাম গাজীর নেতৃত্বে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে রান্নাঘর ও পাকা বাথরুম ভেঙে গুঁড়িয়ে দেয়।
এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে ওই সেনা সদস্যের মাতা মাহমুদা বেগম ও তার ভাই রাজিব আহসানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা বেগম বলেন, “৫৭ শতক জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ৪৪ বছর ধরে ভোগদখল করছি। হঠাৎ করে প্রতিবেশী শহিদুল গাজী ৮ শতক জমি দাবি করে লোকজন নিয়ে বসতবাড়িতে হামলা করে আমাদের মারপিট করেছে। ইতিপূর্বে আদালতে মামলা দিলেও তারা তা মানছে না। জোরপূর্বক জমি দখল নিতে চায়। এ হামলার আমি প্রশাসনের কাছে বিচার চাই।”
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশীদ বলেন, “খাউলিয়া ইউনিয়নে সেনা সদস্যের বাড়িতে হামলার বিষয়ে আমি অবগত নই। তবে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

For all latest news, follow The Financial Express Google News channel.