Bangla
2 days ago

মরক্কো ও কাফকো থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির ভিত্তিতে মরক্কো ও কাফকো থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চালানে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৪০ হাজার টন ডিএপি সার অন্তর্ভুক্ত রয়েছে, যার জন্য মোট ব্যয় হবে ৪৭৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

আজ মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই চালানের জন্য প্রতিটন ডিএপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৫ মার্কিন ডলার। ফলে মোট ব্যয় হবে ২ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩২৪ কোটি ৫২ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে মরক্কো থেকে মোট ৪ লাখ ২৭ হাজার টন ডিএপি সার আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এ পর্যন্ত ৩ লাখ ৩৯ হাজার টন আমদানি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, একই বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন পায়। কাফকোর সঙ্গে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টনের দাম ৪১৭.২৫ মার্কিন ডলার ধরা হয়েছে, যার মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

২০২৪-২৫ অর্থবছরে সরকার ইউরিয়া সার আমদানির জন্য ৩২ লাখ টন লক্ষ্য নির্ধারণ করেছে, যার মধ্যে কাফকো থেকেই সরবরাহ করা হবে ৫ লাখ ৪০ হাজার টন।

শেয়ার করুন