Bangla
2 days ago

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর মতিঝিল এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (১৭ মে) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে, আর ৬টা ২৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা কেউ হতাহত হয়েছে কি না, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শেয়ার করুন