Bangla
14 days ago

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর মাত্র ১১ মিনিটের ব্যবধানে, রাত ১০টা ৫১ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন