Bangla
9 days ago

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে প্রধান উপদেষ্টার জোর

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৭ জুলাই (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, প্রকল্পগুলোর মাধ্যমে যেন বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য না তুলে ধরা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম অভিযোগ করেন, মন্ত্রণালয় কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করলেও রণাঙ্গন বা মুক্তিযোদ্ধাদের বিস্তৃত বর্ণনা অনুপস্থিত। শুধু একটি পরিবারের ছবি ও সামগ্রী দিয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্পে ২৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রকৃত গবেষণা হয়নি।

প্রধান উপদেষ্টা ট্রাস্টের আওতাধীন সম্পত্তির সদ্ব্যবহার ও ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত পরামর্শক নিয়োগ ও কমিটি গঠনের নির্দেশ দেন।

তিনি বলেন, ট্রাস্টকে আবার কার্যকর করতে হবে, এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার দায়িত্বে সবাইকে সচেষ্ট হতে হবে।

শেয়ার করুন