প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদকে (৫৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি কলেজ শিক্ষার্থী শহীদ রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কলেজ রোডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, জুলাইয়ে গণআন্দোলনের পর থেকেই জাহাঙ্গীর আহমেদ আত্মগোপনে ছিলেন।
সাগর হত্যা মামলার বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জাহাঙ্গীর আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।