Bangla
2 days ago

ময়মনসিংহে জমজমাট উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

উদীয়মান উদ্যোক্তাদের নানান পণ্য নিয়ে ময়মনসিংহ শহরে বসেছে দুদিনের ‘উদ্যোক্তা মেলা’। বৃহস্পতি ও শুক্রবার, ২২ ও ২৩শে মে, ২০২৫ তারিখে শহরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে চলছে দুদিনের এই আয়োজন। টেকসই জীবিকা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক ও ইউনিসেফ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

মেলায় ৩০টি স্টলে ক্রেতারা আগ্রহ নিয়ে ঘুরে দেখছেন নানা পণ্য, চলছে কেনা-বেচা। এখানে বুটিক, হস্ত ও কুটির শিল্প পণ্য যেমন মিলছে, তেমনি ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন তৈরি পোশাক, পিঠা ও নানা ধরণের হাতের তৈরি খাবার, কেক, ইলেকট্রনিক সামগ্রিসহ নানা কিছু। 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান বৃহস্পতিাবর মেলা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। সরকারি চাকরির প্রতি আমাদের রয়েছে বিশেষ মোহ, কিন্তু সে তুলনায় বেসরকারি চাকরি বা আত্মকর্মসংস্থানের মূল্যায়ন নেই। আমরা এই দৃ‌ষ্টিভঙ্গি বদলাতে চাই। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর শিক্ষা কর্মকর্তা সাব্বির আহমেদ এবং ব্র্যাকের জে এম সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা মেলা ঘুরে দেখেন, কথা বলেন তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। শুক্রবার, ২৩শে মে মেলাটি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম প্রিন্স।

উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারীদের অধিকাংশই নারী ও যুবক, যারা ব্র্যাক ও ইউনিসেফের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সামনে নিজেদের তৈরি নানা পণ্য ও হস্তশিল্প সামগ্রি বিক্রি ও প্রদর্শনের জন্য উপস্থাপন করেন। এর ফলে ভোক্তাদের সঙ্গে উৎপাদকের সরাসরি যোগাযোগের পাশাপাশি বৃহত্তর বাজারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে বলে মেলার আয়োজকরা আশা করছেন।

‘এমপাওয়ারিং মোস্ট ডিসঅ্যাডভান্টেজড অ্যাডোলেসেন্ট, ইয়ুথ এন্ড ইয়াং উইমেন বাই ক্রিয়েটিং অ্যান ইকোসিস্টেম ফর অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম’ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করবেন ৩০ জনেরও বেশি উদীয়মান উদ্যোক্তা। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। 

শেয়ার করুন