Bangla
10 months ago

নামাজ ও আজানের সময় দুর্গাপূজার কার্যক্রম বন্ধ রাখতে বলেছে সরকার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আজান ও নামাজের সময় হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজা সংক্রান্ত কার্যক্রম, বিশেষ করে গান বাজনা বন্ধ করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ ও আজানের সময় পূজা কমিটিগুলোকে বাদ্যযন্ত্র এবং সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে বলা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজা কমিটিগুলো তাতে সম্মতও হয়েছে। 

জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, "নামাজ দেওয়ার সময় এই ধরনের কার্যক্রম বন্ধ করা দরকার এবং আজানের পাঁচ মিনিট আগে থেকে বিরতি অনুসরণ করতে হবে।" 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

শেয়ার করুন