নারায়নগঞ্জ ত্বকী হত্যাকাণ্ডের অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেফতার
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়ি চালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর কমান্ড্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে মিরপুর এলাকা থেকে চালক জামশেদ শেখকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলেও জানান তিনি।
এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে যথাক্রমে রোববার ও সোমবার গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেফতারকৃতরা শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠ এবং র্যাবের তদন্তে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি।
মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জে প্রবল আধিপত্যের অধিকারী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাগ্নে আজমেরী ওসমান ও তার সহযোগীরা ১৭ বছর বয়সী স্কুলছাত্র ত্বকিকে অপহরণ করে ২০১৩ সালের ৬ মার্চ নির্যাতন করে হত্যা করে।
পরে জামশেদের চালিত প্রাইভেটকারে করে তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে নিয়ে যাওয়া হয়।
একদিন পর শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভেসে ওঠে।