Bangla
3 days ago

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জুন) রাতে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—নাজমা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. আফরোজা আক্তার (১৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল খান জানান, আদমজী এলাকার একটি টিনশেড ঘরে তারা ভাড়া থাকতেন। ঘরের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে এবং এতে মা-মেয়ে দুজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সাওন বিন রহমান জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় মা-মেয়েকে রাতেই জরুরি বিভাগে আনা হয়। নাজমা বেগম ও আফরোজা আক্তার দুজনেরই শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে এবং তাদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা দুজনেই হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন।

শেয়ার করুন