Bangla
2 days ago

নারীবিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে অবস্থান জানাল এনসিপি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে উদ্বেগ জানিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, কিছু প্রস্তাব সমাজ ও রাষ্ট্রের মাঝে দ্বন্দ্ব তৈরি করেছে, এমনকি ধর্ম বনাম নারীকেও মুখোমুখি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী সংস্কার কমিশনে সব শ্রেণির নারীর পূর্ণ প্রতিনিধিত্ব হয়নি। কিছু প্রস্তাবে ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর উদ্বেগও স্পষ্ট। এনসিপি মনে করে, এমন সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নিতে সর্বস্তরের অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা জরুরি।

এনসিপি নারী বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের গণআন্দোলনে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

শেয়ার করুন