Bangla
2 days ago

নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমার শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে “ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি” ব্যানারে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। ফলে ব্যস্ত এই মোড়ে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

নার্সিং শিক্ষার্থী আবু সাঈদ বলেন, “এইচএসসি পরবর্তী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সগুলোকে অবিলম্বে স্নাতক সমমান হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।”

গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা তাদের এই দাবিতে আন্দোলন করে আসছেন।

বুধবার, বিক্ষোভকারী শিক্ষার্থীরা ঢাকায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সামনে সমাবেশ করেন এবং তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষকে এক ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেন। কিন্তু কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা সড়ক অবরোধ করেন।

শেয়ার করুন