Bangla
2 days ago
নাটোরে মোবাইল চুরির অভিযোগে রিকশাচালক খুন, অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নাটোরে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে সালমান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার তেগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, সকালে মোবাইল চুরির অভিযোগ করায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত সালমানকে ধরতে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।