Bangla
8 hours ago

নেপালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় নেপালের রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। তার শপথ গ্রহণের পরই নেপালে সাধারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়।  

ঘোষণা অনুযায়ী নেপালে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৫ মার্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জেন-জি আন্দোলনকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনার পরই কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেসিডেন্টের কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করে।

সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবেও পরিচিত; তিনি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন