প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সোমবার সকালে নেত্রকোনা ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন নেত্রকোনার মদন উপজেলার টিয়াশ্রী ইউনিয়নের আরাফাত (১০) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের রিমন তালুকদার (২০)।
স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় আরাফাত।
শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম জানান, একই সময়ে রিমন হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হন।