Bangla
6 hours ago

নিম্নআয় এলাকার গ্রাহকদের জন্য 'আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২৫' বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঢাকা ওয়াসা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটার এইড বাংলাদেশ যৌথ ভাবে নিম্ন-আয় এলাকার গ্রাহকদের জন্য 'আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক - ২০২৫' বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। 

কাওরান বাজার ওয়াসা ভবনে বুড়িগঙ্গা হলে বুধবার (৫ ফেব্রুয়ারী) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা, খবর প্রেসবিজ্ঞপ্তি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সোবহান, (যুগ্মসচিব) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন), ঢাকা ওয়াসার মশিউর রহমান খান, সচিব, ঢাকা ওয়াসা, পার্থ হেফাজ সেখ, পরিচালক-প্রোগ্রাম এন্ড পলিসি এ্যাডভোকেসি, ওয়াটার এইড বাংলাদেশ এবং এম. এ হাকিম পরিচালক (ওয়াশ) দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, বস্তি ভিত্তিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও আদর্শ গ্রাহকবৃন্দ। অনুষ্ঠানের উদ্দেশ্য প্রকল্প কার্যক্রম উপস্থাপন এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রামলিড, ইউনির্ভাসেল এক্সেস বাবুল বালা। উক্ত অনুষ্ঠানে বস্তি এলাকায় পানি সরবরাহ কার্যক্রমকে গতিশীল করতে সমস্যা চিহ্নিত করা  এবং উক্ত সমস্যা সমূহ সমাধানে করণীয় নির্ধারণ করার উপর গুরুত্ব প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন- বস্তিবাসিদের পানির বৈধ সংযোগ ফি কমানোর ব্যাপারে প্রতিশ্রুতি দেন এবং এ ব্যাপারে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাচাইবাচাই করে অফিসিয়াল নোট উত্থাপনের জন্য নির্দেশনা দেন। তাছাড়া তিনি বলেন আগামী গ্রীষ্ম মৌসুমে এবং রমজান মাসে যাতে নিম্ন-আয়ের মানুষসহ রাজধানীর সর্বত্র নিরবিচ্ছন্ন পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ প্রদান করেন। 

পরবর্তীতে যারা নিয়মিত পানির বিল প্রদান করেন তাদের মধ্য থেকে বস্তিবসীদেরপক্ষ থেকে ২০ জন আদর্শ গ্রাহক, ১০ জন সিবিও প্রতিনিধি, ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩ টি পাবলিক টয়লেট কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার মাধ্যমে জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি -৬  অর্জন করার লক্ষ্যে ঢাকা ওয়াসা, ওয়াটার এইড বাংলাদেশ ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সহবিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা শহরের বস্তি এলাকায় নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরররাহ করে আসছে। ইতিমধ্যে ঢাকাওয়াসা কর্তৃক সিটিজেন চার্টার প্রকাশের মাধ্যমে নিম্নআয়ের এলাকায় বৈধ পানির সংযোগ প্রদান কার্যক্রম বেগবান হয়েছে। 

বর্তমানে ঢাকা শহরের নিম্ন আয়ের এলাকায় বসবাসরত মানুষেরা সহজে বৈধ পানির সংযোগ নিতে পারছেন এবং নিয়মিত পানির বিল পরিশোধের মাধ্যমে ওয়াসার রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করছেন।

শেয়ার করুন