Bangla
8 days ago

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এসব অঞ্চলে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের জারি করা বার্তায় উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব পাহাড়ি বসতি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে বিপদের সম্ভাবনা বেশি।

এছাড়াও, ভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম নগরীর কিছু স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এর আগে সকালে প্রকাশিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে এবং পরে নিম্নচাপে রূপ নেয়। আজ সকাল ৬টার দিকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এই অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন