Bangla
2 days ago

নিরপেক্ষতা প্রশ্নে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপি নিরপেক্ষতা এবং জনআস্থার প্রশ্ন তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টার অপসারণ দাবি করেছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে নবগঠিত রাজনৈতিক দলগুলোর ‘যোগাযোগ ও সংশ্লিষ্টতা’র অভিযোগ উঠেছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। 

তিনি বলেন,  “তাদের উপস্থিতি সরকারের অরাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। ” 

বিএনপি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ‘বিতর্কিত’ ও সরকারের বিশ্বাসযোগ্যতার জন্য ‘ক্ষতিকর’ বলে উল্লেখ করে।

সংবাদ সম্মেলনে দলটি একটি সীমিত পরিসরের উপদেষ্টা পরিষদ গঠন এবং সেই পরিষদকে কেবল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাব করে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

ড. মোশাররফ হোসেন আরও বলেন, নির্বাচনী প্রস্তুতি এবং গণতান্ত্রিক সংস্কার একসঙ্গে চলতে পারে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারও চালিয়ে যেতে হবে।

তিনি সতর্ক করে বলেন, “আজ যেসব বিষয়ে আমরা কথা বললাম, সেগুলো আগের প্রস্তাবগুলোর মতো যদি উপেক্ষা করা হয়, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। তখন বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সহযোগিতার বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন