নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ‘ছেড়ে দেব না’: নাহিদ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি ৫ অগাস্টের মধ্যে সুরাহার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সংস্কার কার্যক্রমের ভার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না।
অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদ কার্যকর করতে হবে অন্তর্বর্তী সরকারের আমলেই।
“জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে।”
গত বছরের ৫ অগাস্ট অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, এ আন্দোলনের নেতৃত্বে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার পতনের ডাক দিয়ে এক দফা ঘোষণায় ‘নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।