Bangla
3 days ago

নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসনে বড় রদবদল করছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনের বদলির বিষয়টি সংশোধন করে নতুন করে এই আদেশ জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করবেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না ছাড়লে ২৩ জুলাই থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।’ 

শেয়ার করুন