নির্বাচন ও সংস্কারে সরকারের পাশে থাকবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আজ যেসব রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নিয়েছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, বিচার কার্যক্রম ও আসন্ন নির্বাচন প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। এসব দল সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে। মূলত, বৈঠকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েই আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সকলকে জানিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ জুনের পর নির্বাচন কোনোভাবেই পিছিয়ে যাবে না। এ ঘোষণায় বৈঠকে উপস্থিত দলগুলোর নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
আজ রোববার (২৫ মে) রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, "স্যার একটা ডেডলাইন দিয়েছেন, সেটা নিয়ে বারবার বলেছি, গতকালকেও বলেছি আজও বলছি। তিনি এক কথার মানুষ। নির্বাচন জুনের মধ্যেই হবে। তাকে ট্রাস্ট করতে হবে। যখন সময় হবে, তখন তিনি রোডম্যাপ ও শিডিউল ঘোষণা দেবেন।"