Bangla
4 days ago

নির্বাচনে এনসিপির কেউ জয়ের সম্ভাবনা নেই, পিআর পদ্ধতির নামে চক্রান্ত করছে: ইশরাক হোসেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ জয়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, "বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই, যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে।" 

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। মিছিলটি নয়াবাজার থেকে শুরু হয়ে গুলিস্তান, পল্টন ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে ইশরাক বলেন, "জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে যারা আজ ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করছে, তারা প্রকৃত ইতিহাস থেকে বিচ্যুত।" 

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতেই হবে, না হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, এনসিপি নেতারা গণতন্ত্রের কথা বললেও তারা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। বিএনপি-জামায়াতকে সব কিছুর জন্য দোষারোপ করলেও জনগণ জানে, প্রকৃত আন্দোলনের নেতৃত্ব বিএনপিই দিচ্ছে। তারেক রহমানই পর্দার আড়াল থেকে এই আন্দোলনকে পরিচালনা করছেন। 

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিএনপির তিনজন নিহত হওয়ার পরও কেউ প্রতিবাদ করেনি। অথচ এনসিপির সমাবেশে প্রাণহানির ঘটনায় সবাই সরব হয়েছে। কে নেবে এই দ্বৈত নীতির দায়? 

কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাদের ওপর চলমান নির্যাতনের বিষয়ে ইশরাক বলেন, "আজকে সেখানে যে নির্যাতন চলছে, তা এমনকি আওয়ামী লীগ সরকারের সময়েও দেখা যায়নি।"  

শেয়ার করুন