Bangla
7 days ago

নির্বাচনের আগে ১৭ হাজার জনবল নিয়োগ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১৭ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়োগ ও প্রশিক্ষণ নির্বাচনের আগেই শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে একই দিন নির্বাচন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ডিসি, এসপি, ওসি ও ইউএনওদের র‌্যান্ডম ভিত্তিতে রিশাফল (পদায়ন পুনর্বিন্যাস) করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা সংস্কার সম্পন্ন হলে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শেয়ার করুন