নিশ্ছিদ্র নিরাপত্তায় জাতীয় কর্মসূচি পালনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে কোনো অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করছে।
আজ সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর দুটি আলোচিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিয়ে অপরাধীদের গ্রেপ্তার করেছে, যা প্রশংসার দাবিদার।
সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আয়োজিত জাতীয় কর্মসূচিগুলোর নিরাপত্তা নিয়েও আলোচনা হয় বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, এ সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। এসব আয়োজন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে — সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।