প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের পথে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের কার্যক্রম চলছে। প্রায় এক সপ্তাহ আগে থেকেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে এখন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
পোস্টে আরও উল্লেখ করেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ করা এবং রাজনৈতিকভাবে তাদের বিলুপ্ত করা হবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের দৃঢ় প্রতিশ্রুতি।