Bangla
3 days ago

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৫

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বাফেলো শহর থেকে প্রায় ২৫ মাইল পূর্বে পেমব্রোক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অনেক যাত্রী আটকা পড়েন এবং কেউ কেউ বাইরে ছিটকে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। খবর পেয়ে জরুরি বিভাগ আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।

শেয়ার করুন