প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে এবং দ্রুত তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত লিঙ্কন হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, ঘটনাস্থলে ৫৭ বছর বয়সী এক নারী ও ৫৭ বছর বয়সী এক পুরুষকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়। নারীর মাথায় এবং পুরুষের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছিল, যার কারণে তারা ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, গুলির ঘটনা বাড়ির ভেতরেই ঘটেছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তদন্তকারীরা খোঁজ নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এনওয়িপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কারও কাছে তথ্য থাকলে তা দ্রুত পুলিশের কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।