Bangla
7 months ago

নজরুল পুরস্কার-২০২৫ পাচ্ছেন শবনম মুশতারী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। নজরুল সংগীতচর্চার মাধ্যমে কবির বাণী ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তিনি।

আগামীকাল (২৫ মে) কবির ১২৬তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমির অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। একই সঙ্গে নজরুল গবেষণায় অবদানের জন্য অধ্যাপক আনোয়ারুল হকও সম্মানিত হবেন।

গুরুতর অসুস্থ শবনম মুশতারী বর্তমানে স্মৃতিভ্রংশ ও চলাচলহীনতায় ভুগছেন। ষাটের দশকে সংগীতজীবন শুরু করে নজরুল ও আধুনিক গানে ১০টি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা ছিলেন কবি তালিম হোসেন ও মা কথাসাহিত্যিক মাফরুহা চৌধুরী। তার দুই বোন ইয়াসমিন ও পারভীন মুশতারীও নজরুলসংগীতশিল্পী।

শেয়ার করুন