Bangla
4 days ago

নকশাবহির্ভূত রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট ও রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের আওতাধীন এলাকায় অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবনের মধ্যে রাজউক অনুমোদিত নকশায় রেস্টুরেন্টের অনুমতি না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে।

এছাড়া, ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্টুরেন্ট পরিচালনার ঘটনাও ঘটছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ডিএসসিসি জানায়, এসব অবৈধ রেস্টুরেন্টের কারণে ইতিমধ্যে বিভিন্ন দুর্ঘটনায় জানমাল ও সম্পদের ক্ষতি হয়েছে। অনেক প্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশন থেকে ট্রেড লাইসেন্সও সংগ্রহ করেছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাতিল হওয়া লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন