Bangla
14 hours ago

নরসিংদীতে বাজারে আগুন, পুড়ে ছাই অর্ধশত দোকান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বড় মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।

খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে প্রায় ১০টি ছিল স্বর্ণের দোকান। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ব্যবসায়ীরা ধারণা করছেন, আগুনের সূত্রপাত কোনো স্বর্ণের দোকান থেকেই হতে পারে, তবে নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানান, প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন