
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ বুধবার (২৭ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাদেশের ধারা ৭ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হয়েছিল এবং অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দিয়েছেন।
এবার কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
এজন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজের একটি ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে ডাকযোগে বা সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আবেদন পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
যারা এর আগে নির্ধারিত ফরমে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ইতিহাসে এই প্রথম গত ২১ জানুয়ারি উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন ও নিয়োগপদ্ধতির বিধান রেখে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.