Bangla
2 days ago

নতুন দল নিয়ে রাজনীতির মাঠে আসছেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নতুন রাজনৈতিক দল নিয়ে নতুন রূপে রাজনীতির মাঠে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল আসছে তার নেতৃত্বে। দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আগামী ২৫ এপ্রিল।

ওই দিন সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানেই ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন অভিনেতা। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন। ১৯৯৩ সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করেন কাঞ্চন।

শেয়ার করুন