Bangla
11 days ago

নতুনবাজারের সড়ক ছাড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা শনিবার (২১ জুন) বিকেল ৬টার দিকে রাস্তা থেকে সরে যান। এসময় আজ রাত ৮টার মধ্যে সবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম দেন। এ দাবি মেনে নেওয়া না হলে রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে আবারও নতুনবাজার ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা।

একই সঙ্গে রাজধানীসহ সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি করবেন বলে ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ।

শনিবার (২১ জুন) বিকেলে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে ইউআইইউ উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। বৈঠকে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে এ আশ্বাস প্রত্যাখ্যান করেন তারা।

ইউআইইউ সূত্র ও শিক্ষার্থীরা জানান, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল ইউআইইউ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে। যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবি করে।

 

শেয়ার করুন