Bangla
6 days ago

অগাস্টে ২.৪২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

অগাস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৪২ কোটি ২০ লাখ (২.৪২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৬ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আনছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

শেয়ার করুন