Bangla
6 days ago

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দফায় বিস্তৃত আলোচনা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক বিষয়ক দ্বিতীয় দফা আলোচনার প্রথম দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা ছিল ব্যাপক এবং এতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

এই আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন বৈঠকে।

যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশগ্রহণ করেন।

উভয় দেশ পরবর্তী বৈঠকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবার বসবে, এবং শুক্রবারও আলোচনা চলবে।

শেয়ার করুন