অপারেশন সিঁদুরের পর ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা বৃদ্ধি, ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ৭ মে গভীর রাতে পাকিস্তানের ওপর ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে পাল্টা অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অভিযানের পরপরই সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে রাজ্য প্রশাসন কাজ করবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে বলা হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে পরিস্থিতিরও পরিবর্তন এসেছে। প্রশাসনের সব স্তরে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের বরাতে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ সদস্য বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গ ও শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে সেনা ও বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এছাড়া রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে থাকা অসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান কন্ট্রোল রুমের পাশাপাশি উত্তরবঙ্গে ‘উত্তরকন্যা’ ভবনে আরও একটি কন্ট্রোল রুম চালু হবে। সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো তথ্য জানাতে চাইলে তাদের জন্য আলাদা একটি হটলাইন চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।