Bangla
2 days ago

অপরাধ-অনিয়মে বিএনপির ‘জিরো টলারেন্স’, দলীয় সিদ্ধান্তে কঠোর অবস্থান: রিজভী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলটি অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতিতে অটল রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দলের কোনো সদস্য ভুল কাজে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “যে কেউ অবৈধ, অনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে জড়ালে তাকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি এবং এ ব্যাপারে কোনো ধরনের বিলম্ব করা হয় না।”

আজ শুক্রবার (৪ জুলাই) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। 

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নামে কী ঘটছে, কে কী করছে — তা সবসময় পর্যবেক্ষণ করছেন। রিজভী বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি জানান, এখনো যেকোনো অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। “এ বিষয়ে বিএনপি ও এর নেতৃত্ব কোনো আপস করে না। তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেই কাজ করছেন।”

রিজভী বলেন, “কেউ অপরাধ করলে — সে নেতা হোক বা কর্মী — তাকে বিচারের মুখোমুখি করা হবে। দলে কেউ যাতে সন্ত্রাসী বা বেআইনি কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেটিই নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দলের দীর্ঘদিনের গণতন্ত্রপন্থী অবস্থান পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসন গণতন্ত্রকে ধ্বংস করলেও বিএনপি আন্দোলন থেকে সরে আসেনি।”

তিনি অবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, “শুধুমাত্র একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচনই বিএনপির জনপ্রিয়তা প্রমাণ করবে।”

শেয়ার করুন