প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে আমদানি-রপ্তানি ও বাণিজ্যে স্থবিরতা দেখা দেওয়ায় সমাধানে রোববার (২৯ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
বৈঠকে আইসিসিবি, এফবিসিসিআই, বিজিএমইএ, এমসিসিআইসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সংকট মোকাবেলায় এনবিআরের সব চাকরি ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলা হয়েছে, জনগণ ও অর্থনীতির স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতে পারে।