প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
২০২৪-২৫ অর্থবছরের শেষ কার্যদিবস সোমবার (৩০ জুন) দেশের শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটেছে। টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এদিন সূচক নিম্নমুখী হয়ে যায়। সেইসঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। একই সঙ্গে সব সূচকও পতনের মুখে পড়ে।
গত সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতন হলেও পরবর্তী চার দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল। চলতি সপ্তাহের শুরুতেও বাজার ভালো ছিল এবং ৩২ কার্যদিবসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়। তবে শেষ পর্যন্ত বড় মূলধনের কয়েকটি কোম্পানির দর বাড়লেও, সার্বিকভাবে সূচক নেতিবাচক অবস্থানে থেকেই দিন শেষ করে।
ডিএসইতে দিনশেষে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ে, ২০৫টির দাম কমে এবং ৬৫টির দাম অপরিবর্তিত থাকে। ভালো লভ্যাংশ দেওয়া ৭২টি কোম্পানির দর বাড়লেও, ১১৮টির কমেছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৪২টির কমেছে। ‘জেড’ গ্রুপের ২৪টির দাম বেড়ে ৪৫টির কমেছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫টির দর বেড়েছে এবং ১৯টির কমেছে।
ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক কমেছে শূণ্য দশমিক ৭১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক কমেছে শূণ্য দশমিক ৫৪ পয়েন্ট।
লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। ডিএসইতে মোট ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৩০ কোটি টাকা কম।
দিনের লেনদেনের শীর্ষে ছিল অগ্নি সিস্টেম, যার লেনদেন ২২ কোটি ৭৪ লাখ টাকা। এরপর ছিল লাভেলো আইসক্রিম (১৯ কোটি ৯৪ লাখ) ও মিডল্যান্ড ব্যাংক (১৭ কোটি ৭০ লাখ)। শীর্ষ ১০ লেনদেনের মধ্যে ছিল আরও: ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং ইন্টার্ন লুব্রিকেন্ট।
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ৪১ পয়েন্ট কমেছে। সেখানে ২২৯ প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৪০টির অপরিবর্তিত ছিল। সিএসইতে দিনশেষে ২৫ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় প্রায় ১০ কোটি টাকা কম।