Bangla
2 years ago

অর্থনীতিবিদ ড. নুরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতির শোক

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ অধ্যাপক ড. নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্যতম রূপকার ড. নুরুল ইসলামের স্মৃতিচারণ করে সমিতি জানায়, “তাঁর স্নেহময় স্মৃতি অর্থনীতিবিদদের কাছে আর্থ-সামাজিক-রাজনৈতিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে অমর হয়ে থাকবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অধ্যাপক নুরুল ইসলাম একজন আদর্শবাদী পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বরাবর তাঁর আদর্শের প্রতি ছিলেন নিরাপস। দীর্ঘ প্রায় পাঁচ দশক প্রবাসজীবনে থাকলেও তিনি বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্যবান বক্তব্য রেখেছেন। তিনি অর্থনীতিশাস্ত্র ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অসংখ্য মৌলিক গবেষণাকর্ম ও গ্রন্থের রচয়িতা।”

অর্থনীতি সমিতি জানায়, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের রিডার এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান জাতীয় অধ্যাপক ড. হোসেন আবুল ফজল আতোয়ারের নেতৃত্বে গড়ে ওঠা পাকিস্তান অর্থনীতি সমিতি (১৯৭৪ সালে বাংলাদেশ অর্থনীতি সমিতি) গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন প্রয়াত অধ্যাপক নুরুল ইসলাম।

১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে অর্থনীতিশাস্ত্রের মানুষদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’ গঠনের অন্যতম উৎসাহদাতা ও পৃষ্ঠপোষক ছিলেন ড. নুরুল ইসলাম।

১৯৫৬ সালের আগস্টে সমিতির উদ্যোগে অর্থনীতিবিদদের সম্মেলনে ‘দ্বৈত অর্থনীতি’র রূপরেখা প্রকাশে প্রতিথযশা অন্য অর্থনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।

“২০০৭ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ অর্থনীতি সমিতির ইস্কাটনস্থ ভবন উদ্বোধনকারী অধ্যাপক নুরুল ইসলাম বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বাংলাদেশের উন্নয়নের ‘ক্লাসিক দলিল’ হিসেবে বিবেচিত ‘প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)’-এর প্রণেতা ছিলেন।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫৬ সালের আগস্টে সমিতির উদ্যোগে অর্থনীতিবিদদের সম্মেলনে ‘দ্বৈত অর্থনীতি’র রূপরেখা প্রকাশে প্রতিথযশা অন্য অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম ছিলেন ড. নুরুল ইসলাম ।

“তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের পথনির্দেশক দলিল ৬-দফা প্রস্তুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সতীর্থ ছিলেন। পাকিস্তানি শাসকদের এ অঞ্চলের জনগোষ্ঠীর প্রতি সীমাহীন বৈষম্য ও শোষণের মুখোশ উম্মোচনে অধ্যাপক নুরুল ইসলামের ভ‚মিকা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

ড. নুরুল ইসলামের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাঁর মতো একজন অভিভাবকের শূন্যতা বাংলাদেশ অর্থনীতি সমিতি সবসময় অনুভব করবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ৯ মে ২০২৩ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদযন্ত্র জটিলতায় অধ্যাপক ড. নুরুল ইসলামের মৃত্যু হয়।

শেয়ার করুন