Bangla
3 days ago
'অসমাপ্ত আত্মজীবনী' লিখে অর্থ-ফ্ল্যাট গ্রহণ: জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই লিখে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে ফ্ল্যাট ও ১ কোটি করে টাকা নেয়াসহ নানা সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা সম্পাদনার মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে।
তবে সম্প্রতি একটি গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়, বইটি আসলে লিখেছেন জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বাধীন একটি ১২৩ সদস্যের দল, যারা এ কাজের বিনিময়ে সরকারের কাছ থেকে নানা সুবিধা পান। এর বিনিময়ে জাবেদ পাটোয়ারী আইজিপি হতে পারেন বলেও অভিযোগ উঠেছে।